একদিন রাজ্যের প্রধাণ রাজবদ্দ্যি স্বপ্ন দেখল, " কালকে বৃষ্টি হবে আর এই বৃষ্টির পানি যদি কেউ খাই তবে সে পাগল হয়ে যাবে"। এই স্বপ্ন দেখার পর রাজবদ্দ্যি খুবই চিন্তিত হলো এবং রাজার কাছে গিয়ে সব খুলে বললো।
রাজা সব শুনে মন্ত্রি আর রাজবদ্দ্যি কে সঙ্গে নিয়ে বৈঠকে বসল।
রাজ বদ্দ্যি বললঃ এখন হাতে পর্যাপ্ত সময় নেই, যে রাজ্যের সবাইকে জানাবে। আবার যদি অর্ধেক মানুষ কে জানানো হয় তবে অর্ধেক লোক ওই পানি খেয়ে পাগল হয়ে যাবে আর অর্ধেক লোক ভালো থাকবে। কিন্তু এটা করলে রাজ্যে সমস্যা দেখা দিবে।
এই কথা শুনে রাজা সিদ্ধান্ত দিলেন এই বৃষ্টি এর কথা কাউকে বলা যাবে না। পরের দিন যথা সময়ে বৃষ্টি হলো আর ওই বৃষ্টির পানি খেয়ে সবাই পাগল হয়ে গেলো কিন্তু রাজা, বদ্দ্যি আর মন্ত্রি ওই পানি খেল না তাই তারা
পাগলও হলো না। পরের দিন যখন রাজা, মন্ত্রি আর রাজবদ্দ্যি রাজ্য দেখতে বের হলো। রাজা দেখল সবাই পাগল হয়ে জামাকাপড় খুলে রাস্তাই রাস্তাই ঘুরে বেরাচ্ছে আর রাজা, মন্ত্রি, বদ্দ্যি কে দেখিয়ে বলছে, " ওই দেখ তিন পাগল রাস্তা দিয়ে হাঁটছে।"
রাজা সব শুনে মন্ত্রি আর রাজবদ্দ্যি কে সঙ্গে নিয়ে বৈঠকে বসল।
রাজ বদ্দ্যি বললঃ এখন হাতে পর্যাপ্ত সময় নেই, যে রাজ্যের সবাইকে জানাবে। আবার যদি অর্ধেক মানুষ কে জানানো হয় তবে অর্ধেক লোক ওই পানি খেয়ে পাগল হয়ে যাবে আর অর্ধেক লোক ভালো থাকবে। কিন্তু এটা করলে রাজ্যে সমস্যা দেখা দিবে।
এই কথা শুনে রাজা সিদ্ধান্ত দিলেন এই বৃষ্টি এর কথা কাউকে বলা যাবে না। পরের দিন যথা সময়ে বৃষ্টি হলো আর ওই বৃষ্টির পানি খেয়ে সবাই পাগল হয়ে গেলো কিন্তু রাজা, বদ্দ্যি আর মন্ত্রি ওই পানি খেল না তাই তারা
পাগলও হলো না। পরের দিন যখন রাজা, মন্ত্রি আর রাজবদ্দ্যি রাজ্য দেখতে বের হলো। রাজা দেখল সবাই পাগল হয়ে জামাকাপড় খুলে রাস্তাই রাস্তাই ঘুরে বেরাচ্ছে আর রাজা, মন্ত্রি, বদ্দ্যি কে দেখিয়ে বলছে, " ওই দেখ তিন পাগল রাস্তা দিয়ে হাঁটছে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন