HR Shop

�� মাত্র ১৫০ টাকা থেকে শুরু।

��আমরা দিচ্ছি খুবই সাশ্রয়ী মুল্যে এবং রুচিসম্মত ডিজাইনে আপনার মেয়ে বাচ্চার জন্য কাস্টমাইজড বেবি ড্রেস। আপনার পছন্দের ড্রেস পেতে আমাদের পেজ ভিজিট করুন অথবা ইনবক্স করুন। এবং আমাদের নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

��বিদ্রঃ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অল্প পুজি নিয়ে নিজের ব্যবসার শুরুর কথা ভাবছেন। তারা যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ লিংকঃ HR Shop
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
স্থানঃ ভেড়ামারা, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ।

রবিবার, ২ নভেম্বর, ২০১৪

যম এসেছে টের পেলে আমি হেঁটেই শ্মশানে চলে যাব ......

বাবা মৃত্যুশয্যায়।
ছেলেটি ড্রইংরুমে বন্ধুদের সঙ্গে তার পিতার সঙ্গীন অবস্থা নিয়ে আলাপ করছে।
কৃপণ ছেলে : বাবা তো বোধ হয় আর বাঁচবে না। মরলে কী করব?
এক বন্ধু : কেন, সবাই যা করে! লরিতে উঠিয়ে ফুল দিয়ে সাজিয়ে শ্মশানে নিয়ে যাবি।          
 কৃপণ ছেলে : লরি-ফুল, সে তো অনেক খরচের ব্যাপার!


আরেক বন্ধু : তাহলে পাড়া-প্রতিবেশীদের ডেকে কাঁধে করে নিয়ে যাবি।
কৃপণ ছেলে : তাতেও খরচ আছে। পাড়া-প্রতিবেশীদেরকে শ্রাদ্ধে নিমনতন্ন করে খাওয়াতে হবে।
কৃপণ পিতা : পাশের রুম থেকে কোঁকাতে কোঁকাতে পিতা বললেন, অত ভাবিস না রে বাবা। যম এসেছে টের পেলে আমি হেঁটেই শ্মশানে চলে যাব।...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন