HR Shop

�� মাত্র ১৫০ টাকা থেকে শুরু।

��আমরা দিচ্ছি খুবই সাশ্রয়ী মুল্যে এবং রুচিসম্মত ডিজাইনে আপনার মেয়ে বাচ্চার জন্য কাস্টমাইজড বেবি ড্রেস। আপনার পছন্দের ড্রেস পেতে আমাদের পেজ ভিজিট করুন অথবা ইনবক্স করুন। এবং আমাদের নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

��বিদ্রঃ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অল্প পুজি নিয়ে নিজের ব্যবসার শুরুর কথা ভাবছেন। তারা যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ লিংকঃ HR Shop
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
স্থানঃ ভেড়ামারা, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

চার দেশের পুলিশের মধ্যে প্রতিযোগীতা



চার দেশের পুলিশের মধ্যে প্রতিযোগীতা হচ্ছে
.রাশিয়া
.আমেরিকা
.চীন
.বাংলাদেশ।  

প্রতিযোগীতার বিষয় একটি কুকুরকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে। কে কতো দ্রুত তা খুঁজে বের
করতে পারে।
  ছেড়ে দেয়া হলো কুকুরকে।


প্রথমে রাশিয়ান পুলিশ কুকুরটাকে দুই দিনে খুঁজে বের করলো।

এরপর, আমেরিকান পুলিশ তিন দিনে খুঁজে বের করে আনলো।

এরপর চীনের পুলিশ বের করতে চারদিন ব্যায় হলো।

এবার, বাংলাদেশের পুলিশের পালা।……


দুই দিন গেলো, তিন দিন গেলো, পাঁচ দিন গেলো, এমনকি এক সপ্তাহ পার হয়েছে।
………
কুকুর খুঁজে আনা তো দূরের কথা। পুলিশের' খবর নেই।…………

পরে সব দেশের পুলিশেরা মিলে বাংলাদেশের পুলিশকে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে পাওয়া
গেলো। বাংলাদেশের পুলিশ গত সপ্তাহখানেক যাবৎ একটা ভেড়াকে বেঁধে পিটাচ্ছে আর বলছে স্বীকার কর, তুই- সেই কুকুর! তুই- সেই কুকুর! [OMG].

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন