HR Shop

�� মাত্র ১৫০ টাকা থেকে শুরু।

��আমরা দিচ্ছি খুবই সাশ্রয়ী মুল্যে এবং রুচিসম্মত ডিজাইনে আপনার মেয়ে বাচ্চার জন্য কাস্টমাইজড বেবি ড্রেস। আপনার পছন্দের ড্রেস পেতে আমাদের পেজ ভিজিট করুন অথবা ইনবক্স করুন। এবং আমাদের নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

��বিদ্রঃ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অল্প পুজি নিয়ে নিজের ব্যবসার শুরুর কথা ভাবছেন। তারা যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ লিংকঃ HR Shop
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
স্থানঃ ভেড়ামারা, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ।

রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

আমরা সবাই অফিসের ফোন ব্যবহার করি !

এক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এলো। বাসায় জরুরী মিটিং বসলো ।

বাবা বললঃ আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি                         অফিসের ফোন থেকে।

তখন মা এসে বললঃ আমিও গত মাসে কোন ফোন বাসা থেকে করেছি বলে মনে হয়                                         না। আমার সমতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।

একমাত্র ছেলে এসে বললঃ আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না।                                                         কোম্পানি আমাকে মোবাইল বিল দেই। আমি অফিসের                                                    সেই মোবাইল ব্যবহার করি।


এরপর বাসার কাজের মেয়ে এসে বললঃ তাহলে ত কোন সমস্যায় দেখি না। আমরা                                                                          সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন