ইংলিশ মিডিয়াম স্কুলে সুন্দরী অল্প বয়ষ্ক শিক্ষিকা চাকুরিতে যোগ দিলেন।
পড়াতে গিয়েই টের পাইলেন, যুগের ছেলেরা পাল্টেছে, অতি স্মার্ট ডিজুস পোলাপান নিয়ে ম্যাডামের বেকায়দা অবস্থা।
প্রথম শ্রেনীতে সদ্য ভর্তি হওয়া শামসু তো বলেই বসলোঃ ‘ম্যাডাম,আমি কোনো অবস্থাতেই প্রথম শ্রেনীতে পড়বোনা। কারণ, প্রথম শ্রেনীর সব পড়ালিখা আমি অনেক আগেই শেষ করে ফেলেছি। এমনকি আমার বড় বোন যে ৩য় শ্রেনীতে পড়ে আমি ওর চেয়ে ও স্মার্ট। কাজেই কমপক্ষে আপনি আমাকে ৩য় শ্রেনীতে ক্লাশ করতে দিন!’