কিন্ডারগার্টেনে তরুনী টিচার
ক্লাসে খেয়াল
করলেন যে
এক ছাত্র
বেশ অমনোযোগী। তাকে
দাড় করিয়ে
জিজ্ঞেস করলেন,
“ বলো একটি
ডালে তিনটি
পাখি বসে
আছে।
তুমি একটি
বন্দুক দিয়ে
একটি পাখিকে
গুলি করলে
সেখানে আর
কয়টি পাখি
থাকবে ?”
ছাত্রঃ একটিও
না। ম্যাডামঃ ... কেন?
ছাত্রঃ ম্যাডাম আমি যদি বন্দুক দিয়ে গুলি করি তাহলে গুলির শব্দে সবগুলো পাখি উড়ে যাবে।
ম্যাডামঃ তুমি যেভাবে চিন্তা করেছো তা আমার পছন্দ হয়েছে। কিন্তু সঠিক উত্তর হবে আর দুইটি পাখি থাকবে।
ছাত্রঃ আচ্ছা ম্যাডাম একটি আইস্ক্রীম পারলার থেকে তিনজন যুবতী হাতে আইস্ক্রীম নিয়ে বের হল। তাদের একজন হাল্কা কামড় দিয়ে দিয়ে আইস্ক্রীম খাচ্ছিল। আর একজন চেটে চেটে খাচ্ছিল। আর শেষজন পুরো আইস্ক্রীম মুখে পুরে চুষছিলো। বলুন দেখি তাদের মধ্যে কে বিবাহিত?
ম্যাডাম কিঞ্চিত বিব্রত হয়ে বললেনঃ “ যে পুরো আইস্ক্রীম মুখে পুরে চুষছিলো সেই বিবাহিত।
ছাত্রঃ আপনি যেভাবে চিন্তা করেছেন তা আমার পছন্দ হয়েছে। কিন্তু সঠিক উত্তর হবে যার হাতে ওয়েডিং রিং ছিল সেই বিবাহিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন