HR Shop

�� মাত্র ১৫০ টাকা থেকে শুরু।

��আমরা দিচ্ছি খুবই সাশ্রয়ী মুল্যে এবং রুচিসম্মত ডিজাইনে আপনার মেয়ে বাচ্চার জন্য কাস্টমাইজড বেবি ড্রেস। আপনার পছন্দের ড্রেস পেতে আমাদের পেজ ভিজিট করুন অথবা ইনবক্স করুন। এবং আমাদের নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

��বিদ্রঃ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অল্প পুজি নিয়ে নিজের ব্যবসার শুরুর কথা ভাবছেন। তারা যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ লিংকঃ HR Shop
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
স্থানঃ ভেড়ামারা, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ।

রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

সিঙ্গেল ছেলের আহাজারি



সিঙ্গেল ছেলেরা সাধারনত তাদের কাছের বান্ধবীদের কাছে আবদার করে, "দোস্ত প্লিজ, একটা মেয়ে খুজে দেখ না আমার জন্যে। প্রেম করুম"... ১৪ ফেব্রুয়ারি যতই এগিয়ে আসে, এই আবদারের তীব্রতা যেন ততই বাড়তে থাকে। কিন্তু মেয়ে বান্ধবীরা কখনোই ধরনের হেল্প
করতে এগিয়ে আসে না...


... এর কারন হইলো, "মেয়েরা কখনোই চায়
না, তার কাছের কোন ছেলে বন্ধু তার
থেকে অন্য কোন মেয়েকে অধিক গুরুত্ব দিক।"
মুরুব্বী বলেছেন, "ছেলেদের বিয়ের পর
বান্ধবীরা তাদের বউকে পর্যন্ত
হিংসা করে" ...

...
ধরেন, কোন ভাবে কোন মেয়েকে পটিয়েই
ফেললেন !! তো প্রেমিকা সমেত ফ্রেন্ড
সার্কেলে আড্ডা দিতে গেলেন, প্রেমিকাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে।। আপনার
ছেলে বন্ধুরা দেখবেন, দৌড়াই
আইসা জরাইয়া ধরে বলবে, "আরেহ মামা,
ভাবীরে নিয়া আসবি আগে কইবি না??
সাইজা গুইজা আসতাম... আয় আয়।। যাক মামা,
অবশেষে তোর একটা গতি হইলো..." কিন্তু
মেয়ে বান্ধবীরা দেখবেন, মুখ বাংলা পাচের মতো কইরা বইসা থাকবে !! এরপর আপনি চলে আসার পরে সবাইকে বলে বেড়াবে, "শেষমেষ
এটা কেমন মাইয়া পছন্দ করলো ??
না আছে রঙ, না আছে কিছু !! নাক বোচা,
বাইট্যা, মোটা..." খুত না থাকলেও খুজে খুজে হাজার হাজার খুত বের করে ফেলবে... অন্যদিকে,
ছেলে বন্ধুরা বলবে, "নাহ, ঠিকই তো আছে সব। ভাবি তো খুব মিশুক, হাসিখুশি... মানাইছে ভালো দুই জনকে...এক্কারে পারফেক্ট" ... বান্ধবীগুলান নিজেরাও প্রেম করবে না,
কারো লগে করতে দেখলেও হিংসায়
জলে পুড়ে মরে যায় !! অথচ হিংসার
দাবানলে পোড়ার কথা ছিল বরং ছেলে বন্ধুদের, "ইশ, হারামজাদাটার লাইন হইয়া গেলো, অথচ আমাদের কিছু হইলো না" !! কিন্তু আশ্চর্যজনক হইলেও এমনটি ঘটে না...

মোরালঃ "প্রেমের কেসে" সহায়ক হিসেবে মেয়ে বন্ধুদের থেকে ছেলে "বন্ধুরা" অধিকতর ভালো... বিশ্বস্ত!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন