HR Shop

�� মাত্র ১৫০ টাকা থেকে শুরু।

��আমরা দিচ্ছি খুবই সাশ্রয়ী মুল্যে এবং রুচিসম্মত ডিজাইনে আপনার মেয়ে বাচ্চার জন্য কাস্টমাইজড বেবি ড্রেস। আপনার পছন্দের ড্রেস পেতে আমাদের পেজ ভিজিট করুন অথবা ইনবক্স করুন। এবং আমাদের নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

��বিদ্রঃ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অল্প পুজি নিয়ে নিজের ব্যবসার শুরুর কথা ভাবছেন। তারা যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ লিংকঃ HR Shop
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
স্থানঃ ভেড়ামারা, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ।

রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

বাবা এসে লোকটাকে চুমা দেবে

প্রথম দিন ডেট সেরে বান্ধবীকে রাতের বেলা বাড়ি পৌঁছে দিতে এসেছে বাবু। দরজার পাশে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে বললো সে, ‘সোনা, একটা চুমো
  খেতে দাও আমাকে।না না না!’¾‘ কী? তুমি পাগল হলে? এখানে দাঁড়িয়েআরে কেউ দেখবে না। এসো, একটা চুমো। না না, খুব ঝামেলা হবে কেউ দেখে ফেললে। আরে জলদি করে খাবো, কে দেখবে?’ না না, কক্ষণো এভাবে আমি চুমো খেতে পারবো না। আরে এসো তো, আমি জানি তুমিও চাইছো --- খামোকা এমন করে না লক্ষ্মী!’ এমন সময় দরজা খুলে গেলো, বান্ধবীর ছোট বোন ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে। চোখ ডলতে ডলতে সে বললো, ‘আপু, বাবা বলেছে, হয় তুমি চুমো খাও, নয়তো আমি চুমো খাই, নয়তো বাবা নিজেই নিচে নেমে এসে লোকটাকে চুমো খাবে - কিন্তু তোমার বন্ধু যাতে আল্লার ওয়াস্তে করনিং বেল থেকে হাতটা সরায়। হা হা হা হা হা হা হা হা হা......।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন