খরগোশের বাড়িতে জম্পেশ
আড্ডা হচ্ছে ।
খরগোশ, শিয়াল , কচ্ছপ আর কুকুর
মিলে জমিয়ে তুলেছে । এখন বিয়ার শেষ।
কে বিয়ার আনতে যাবে এই নিয়ে তুমুল
আলোচনার পর শেষে সবাই
মিলে কচ্ছপকে রাজি করাল।
আড্ডা হচ্ছে ।
খরগোশ, শিয়াল , কচ্ছপ আর কুকুর
মিলে জমিয়ে তুলেছে । এখন বিয়ার শেষ।
কে বিয়ার আনতে যাবে এই নিয়ে তুমুল
আলোচনার পর শেষে সবাই
মিলে কচ্ছপকে রাজি করাল।
,
,
,
দুই ঘণ্টা পর , কচ্ছপ এখনো ফেরে নি।
খরগোশ: ব্যাটা ফাজিল এত
আস্তে চলে !আমি একটু ঘুমাইছিলাম
বইলা একটা রেস জিতে খুব
তো বাহাদুরি দেখাইল ।
দেমাগে মাটিতে পা পড়ে না ।
কুকুর: আরে , রাস্তায় কোথাও
পইরা ঘুমাইতাছে মনে হয়, এত্ত আলসে !
শিয়াল: ব্যাটাকে পাঠানোই উচিত হয়নাই
।
এমন সময় কচ্ছপ দরজা খুলে উঁকি দিল,
কচ্ছপঃ
"এই! আমার নামে এভাবে বাজে কথা বললে আমি যাবনা বলে দিচ্ছি !"
"এই! আমার নামে এভাবে বাজে কথা বললে আমি যাবনা বলে দিচ্ছি !"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন