HR Shop

�� মাত্র ১৫০ টাকা থেকে শুরু।

��আমরা দিচ্ছি খুবই সাশ্রয়ী মুল্যে এবং রুচিসম্মত ডিজাইনে আপনার মেয়ে বাচ্চার জন্য কাস্টমাইজড বেবি ড্রেস। আপনার পছন্দের ড্রেস পেতে আমাদের পেজ ভিজিট করুন অথবা ইনবক্স করুন। এবং আমাদের নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

��বিদ্রঃ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অল্প পুজি নিয়ে নিজের ব্যবসার শুরুর কথা ভাবছেন। তারা যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ লিংকঃ HR Shop
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
স্থানঃ ভেড়ামারা, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ।

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়ার ১ ডজন উপায় !



. ব্লাকমেইল স্টাইলঃ আমি তোমাকে ভালোবাসি । তুমি হ্যাঁ বললে তো ভালো। কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুজতে হবে । আর সেটা তোমার বোন ও হতে পারে।

২. ডাইরেক্ট স্টাইলঃ শোনো মেয়ে, আমি কোনও রকম ভুমিকা-টুমিকা না করে একেবারে সোজাসুজি ভাবে তোমাকে একটা কথা বলতে চাই । আমি তোমাকে ভালোবাসি।


৩. মাস্তানি স্টাইলঃ ওই মাইয়া, ভালবাসা দিবি কি-না বল! (চাকু/বন্দুক দেখিয়ে)

৪. যুক্তিবাদী স্টাইলঃ আমি তোমার োট ভাইকে ভালোবাসি। তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে। অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কি হয়? বাকিটা তুমিই বল!

৫. চালাক স্টাইলঃ তুমি কি জানো, আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন টা কি ?

৬. রসিক স্টাইলঃ Excuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই। please  অনুমতি দাও।

৭. হিজড়া স্টাইলঃ এই দুষ্টু মেয়ে। তুমি কি জাদু করলা? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আবার তোমাকে না দেখলে অস্থিরতায় মরে যাই। তুমি কি জানো? আমি তোমাকে অনেক ভালোবাসি।

৮. ডিজুস স্টাইলঃ Hi sweet heart, how are you?Guess What? Yah! Baby! Right. yo! yo! I Love You !

৯. অনুভূতিহীন স্টাইলঃ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিব না, বিষ খেয়েও মরবো না। যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বলো।

১০. গায়ক স্টাইলঃ গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন...... “এত ভেবে কি হবে? ভেবে কি করেছে কে কবে?ভাবছি না আর, যা হবে হবার। এত দিন বলিনি, তুমি জানতো আমি এমনি ভালোবাসি !!”

১১. দেবদাস স্টাইলঃ কেউ আমাকে ভালোবাসে না। এ জীবন আমি রাখবনা। তোমার কাছে বিষ হবে? আমায় বিষ দাও। আমায় বিষ দাও। (কান্নায় ভেঙে পড়ুন)

১২. কাব্যিক স্টাইলঃ কবি কবি ভাব থাকলে ২ লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন। আশা করি এ যুগে কবিতার অভাব হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন