HR Shop

�� মাত্র ১৫০ টাকা থেকে শুরু।

��আমরা দিচ্ছি খুবই সাশ্রয়ী মুল্যে এবং রুচিসম্মত ডিজাইনে আপনার মেয়ে বাচ্চার জন্য কাস্টমাইজড বেবি ড্রেস। আপনার পছন্দের ড্রেস পেতে আমাদের পেজ ভিজিট করুন অথবা ইনবক্স করুন। এবং আমাদের নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

��বিদ্রঃ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অল্প পুজি নিয়ে নিজের ব্যবসার শুরুর কথা ভাবছেন। তারা যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ লিংকঃ HR Shop
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
স্থানঃ ভেড়ামারা, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ।

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

আমার এক মেয়ে, আমার মতোই ধান্দাবাজ

৩ বাটপার বন্ধুর বহুদিন পর দেখা। তো তারা ৩ জন রেস্টুরেন্টে খেতে গেলো। ১ জন ওয়াশ রুমে গেলো।
২ জন আলাপ করছে…


বল্টুঃ- তারপর দোস্ত, বাচ্চা কাচ্চা কয়টা?

পল্টুঃ- আমার একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে।


বিরাট বড়লোকের একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য একটা গাড়ি গিফট করছে। একবার বিয়ে হয়ে গেলে, মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।


বল্টুঃ- আমারও একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। সেও বিরাট বড়লোকের একমাত্র মেয়েকে পটাইছে।’ মেয়েকে ইম্প্রেস করার জন্য ফ্লাট গিফট করছে। ভালোয় ভালোয় বিয়েটা হয়ে গেলেই, মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।

“এর মধ্যে তৃতীয় বন্ধু এলো” ২ বন্ধু তাকে জিগ্যাস করল দোস্ত তোমার ছেলে মেয়ে কয়টা?

মতলবঃ- আমার এক মেয়ে, আমার মতোই
ধান্দাবাজ। ২ পোলারে নাকে দড়ি দিয়া ঘুরাইতাছে। ১জন দিছে গাড়ি আর ১জন দিছে ফ্লাট। আগামীতে আরো অনেক কিছু আদায় করার প্লান আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন