বাবা মা ঝগড়া করছে , তাদের মাঝে কাকে তাদের
ছেলে বেশি ভালোবাসে !!
কিছুক্ষণ তর্কের পরে ঠিক করলো, তারা লুকিয়ে
থেকে ছেলেকে ঢিল মারবে । এরপর ছেলে যার নাম ধরে চিৎকার করে ছেলে তাকেই বেশি
ভালবাসে ।
যদি বলে, “ও মাগো” তাহলে মা জিতবে !!
যদি বলে, “ও বাবাগো” তাহলে বাবা জিতবে !!
তো তারা গাছের পিছনে লুকিয়ে থেকে ছেলেকে ঢিল
মারল ।
ছেলে “আহহ” করে চিৎকার দিয়ে উঠে বলল,
ছেলেঃ অইক, কোন শালায় ঢিল মারে রে !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন