HR Shop

�� মাত্র ১৫০ টাকা থেকে শুরু।

��আমরা দিচ্ছি খুবই সাশ্রয়ী মুল্যে এবং রুচিসম্মত ডিজাইনে আপনার মেয়ে বাচ্চার জন্য কাস্টমাইজড বেবি ড্রেস। আপনার পছন্দের ড্রেস পেতে আমাদের পেজ ভিজিট করুন অথবা ইনবক্স করুন। এবং আমাদের নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

��বিদ্রঃ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অল্প পুজি নিয়ে নিজের ব্যবসার শুরুর কথা ভাবছেন। তারা যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ লিংকঃ HR Shop
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
স্থানঃ ভেড়ামারা, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ।

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

আমার পোষা বাদুড় গুলো উড়ে যাবে

এক লোক ভাইদের উপর বিরক্ত হয়ে আদালতে মামালা করতে চাচ্ছেন। পরামর্শের জন্য গেলেন এক উকিলের কাছে। 

উকিলঃ আচ্ছা, আপন ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন কেন, খুলে বলুন তো?


বাদীঃ আর বলবেন না। আমার বড় ভাই ঘরে তিনটা ছাগল পালে, মেজো ভাই ঘরে দুইটা গরু পালে, সেজো ভাই পালে চার ভেড়া। এতগুলো প্রাণীর পায়খানা-প্রসাবে ঘরে টিকতে পারি না।

উকিলঃ আপনার ঘরের জানালা খুলে রাখলেই তো পারেন। 

বাদীঃ পাগল হয়েছেন ! জানালা খুলে রাখি আর আমার পোষা বাদুড় গুলো উড়ে যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন