এক লোক ভাইদের উপর
বিরক্ত হয়ে আদালতে মামালা করতে চাচ্ছেন। পরামর্শের জন্য গেলেন এক উকিলের কাছে।
উকিলঃ আচ্ছা, আপন
ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন কেন, খুলে বলুন তো?
বাদীঃ আর বলবেন না।
আমার বড় ভাই ঘরে তিনটা ছাগল পালে, মেজো ভাই ঘরে দুইটা গরু পালে, সেজো ভাই পালে চার
ভেড়া। এতগুলো প্রাণীর পায়খানা-প্রসাবে ঘরে টিকতে পারি না।
উকিলঃ আপনার ঘরের
জানালা খুলে রাখলেই তো পারেন।
বাদীঃ পাগল হয়েছেন !
জানালা খুলে রাখি আর আমার পোষা বাদুড় গুলো উড়ে যাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন