টিনা রাস্তা দিয়ে হাঁটছে ।
পাখির দকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা
খাচার তোঁতা পাখি তাকে দেখে বলল , “অ্যাই আপু, আপনি দেখতে খুবই কুৎসিত !” টিনা চটে
গেলেও কিছু বলল না , পাখির কথাই কী আসে যায়?
পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়ও একই
ঘতনা ঘটল , পাখিটা বলে উঠলো, ““অ্যাই আপু, আপনি দেখতে খুবই কুৎসিত !”
টিনা দাঁতে দাঁত চেপে হজম করে গেল।
তার পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়ও
পাখিটা বলে উঠলো, “ অ্যায় আপু, আপনি দেখতে খুবই কুৎসিত !”
এবার টিনা মহা চটে দোকানের ম্যানেজারকে
হুমকি দিলো, সে মাস্তান লেলিয়ে এই দোকানের বারোটা বাজিয়ে ছাড়বে । ম্যানেজার মাফ
চেয়ে বলল, সে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, পাখিটা আর এমন করবেনা ।
তার পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাবার সময়
পাখিটা বলে উঠলো, “অ্যায় আপু!”
টিনা থমকে দাঁড়িয়ে পাখির মুখোমুখি হলো, “কী
?”
পাখিটা বলল, “বুঝতেই তো পারছেন ।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন